0 0
0
No products in the cart.

Welcome to Ghashful Online Shopping Store!

কৃষি প্রযুক্তি মেলায় অংশগ্রহণ—২০২৩

আগ 27, 2023 / By System Admin / in Training, Workshop, Seminar, Exchange Visit & Fair

 

3-1
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁ জেলার নিয়ামতপু্র উপজেলায় ২৯ হতে ৩১ মে ও সাপাহার উপজেলায় ৩০ শে মে হতে ১লা জুন তারিখে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা—২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় ঘাসফুল এসইপি প্রকল্প স্টল দিয়ে অংশগ্রহন করে। মেলায় অংশগ্রহণকারী অন্যান্য স্টলের সাথে তুলনা করে এসইপি প্রকল্পের স্টলকে সাপাহারে বিশেষ পুরষ্কার এবং নিয়ামতপুরে শুভেচ্ছা স্মারক ও সনদ পত্র প্রদান করা হয়।
কৃষি প্রযুক্তি মেলায় ঘাসফুল এসইপি প্রকল্পের স্টল পরিদর্শন করেন মাননীয় মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার, এমপি, মন্ত্রী, খাদ্য মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। পরিদর্শনকালের এসইপি প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে তাহাকে অবহিত করা হয়। তারই প্রেক্ষিতে তিনি আম প্রক্রিয়াজাতকরণ বিষয়ে আরো গুরুত্ব দেয়ার পরামর্শ প্রদান করেন।