Welcome to Ghashful Online Shopping Store!
আগ 27, 2023 / By System Admin / in Training, Workshop, Seminar, Exchange Visit & Fair
ঘাসফুল এসইপি প্রকল্পের উদ্যোগে নিরাপদ ও পরিবেশবান্ধব আম ও আমজাতপণ্য উৎপাদন, প্যাকেজিং, পরিবহণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁর নওজোয়ান মাঠে দুই দিনব্যাপী (২৯ ও ৩০ জুন, ২০২২) নিরাপদ ও স্বাস্থ্যবান্ধব আমের মেলার আয়োজন করা হয়। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক, নওগাঁ,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম মনজুরে মাওলা, উপপরিচালক (ভারপ্রাপ্ত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নওগাঁ। তাছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ এনজিও ফোরামের সদস্যগণ, নওজোয়ান মাঠ কমিটির সভাপতি ছাড়াও আমের সাথে সম্পৃক্ত অন্যান্য স্টেইকহোল্ডারগণ। দুই দিন ব্যাপি চলমান এই মেলায় প্রায় ২০,০০০-২৫,০০০ হাজার দর্শনার্থী মেলা পরিদর্শনে আসে। উক্ত মেলায় ১৮ জাতের দেশি বিদেশী আম যেমন; সূর্যডিম/মিয়াজাকি, কিঊজাই, আলফানসো, কিং অব চাকাপাত, আমেরিকান পালমার, ব্লাকস্টোন, চেংমাই, বারি-৪, বারি-৭, বারি-৮, বারি-১১, বারি-১৩, গৌরমতি, মল্লিকা, আম্রপালি, কাটিমন, তরফদারভোগ ইত্যাদি। তাছাড়া প্রদর্শনীতে রাখা হয় উচ্চ ফলনশীল দেশি ও বিদেশী জাতের আমের চারাসহ, আমের আচার, চাটনি, জ্যাম, আমসত্ত্ব ইত্যাদি।
আগ 27, 2023 by System Admin