Welcome to Ghashful Online Shopping Store!
আগ 27, 2023 / By System Admin / in Training, Workshop, Seminar, Exchange Visit & Fair
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস । এ দিবসটি আমাদের জাতীয় জীবনে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত। ঘাসফুল এসইপি প্রকল্প মহান এই দিবসটি উৎযাপনের লক্ষ্যে বাগান বিলাশ পরিবেশ ক্লাবের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
কর্মসূচীর শুরুতে স্থানীয় জনসাধারণের মাঝে বিজয় দিবসের মহাত্ত্ব ছড়িয়ে দিতে র্যালী আয়োজন করে এবং এতে অংশগ্রহন করে স্থানীয় আমচাষী ও জনসাধারণ। অতঃপর প্রকল্প অফিস, সাপাহার নওগাঁতে এক আলোচনার আয়োজন করা হয়। আলোচনার সভার শুরুতে এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব কুদরতে খোদা মোঃ নাছের, র্যালীতে ও আলোচনা সভায় অংশগ্রহনের জন্য সকল উদ্যোক্তাদের অভিনন্দন জানান এবং মহান বিজয় দিবস এর পটভূমি ও তাৎপর্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। অতঃপর তিনি এসইপি প্রকল্পের কার্যবিবরণী ও গ্রহীত সকল প্রদক্ষেপের অগ্রগতি সম্পর্কে উদ্যোক্তাদের অবহিত করেন। সভায় উপস্থিত জনাব আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাপাহার, নওগাঁ, ঘাসফুলের এই আয়োজনকে সাধুবাদ জানান এবং বলেন ঘাসফুল সাপাহার উপজেলার আমচাষীদের ভাগ্যের উন্নয়নের যেসব কর্মকান্ড হাতে নিয়েছে সেগুলো প্রশংসার দাবি রাখে। তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে উদ্যোক্তা ও ঘাসফুল সংস্থা সকল ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।
আগ 27, 2023 by System Admin