0 0
0
No products in the cart.

Welcome to Ghashful Online Shopping Store!

স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীতে অংশগ্রহণ-২০২৩

আগ 27, 2023 / By System Admin / in Training, Workshop, Seminar, Exchange Visit & Fair

Fair
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয় কর্তৃক আয়োজিত এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প পরিষদ এর যৌথ বাস্তবায়নে গত (০৯—১০/০৩/২০২৩) দুইদিন ব্যাপী চলমান " স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী'র আয়োজন করা হয়। ঘাসফুল এসইপি প্রকল্প এই অনুষ্ঠানে আমবাগান ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তি প্রদশর্ন করে এবং প্রথম পুরষ্কার হিসেবে শুভেচ্ছা স্মারক গ্রহণ করে।
প্রদর্শনীতে ঘাসফুল এসইপি প্রকল্পের স্টল পরিদর্শন করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সাপাহার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সহ প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা। 
এই অনুষ্ঠানে ঘাসফুল এসইপি প্রকল্প কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যাবলী প্রদর্শন করা হয় যেমন; পরিবেশবান্দব আধুনিক কৃষি উপকরণ (ফ্রুটস ব্যাগ, ফেরোমন ফাঁদ ও ইয়োল ফাঁদ), জৈবসার ও জৈব বালাইনাশক, ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) যেমন; হেলমেট, মাস্ক, গগলস, এপ্রোন, গ্লোবস ও গামবুট, ফাস্ট এইড বক্স, বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য অপসারণ ভ্যান ও বিভিন্ন ধরনের কমিউনিকেশন ম্যাটেরিয়ালস যেমন; ব্যানার, পোস্টার, ব্রশিউর ইত্যাদি। স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীতে আগত দর্শনার্থীগণ পরিবেশবান্ধব ও আধুনিক কৃষি উপকরণ, আমবাগান পরিচর্যায় বিভিন্ন পরিবেশ চর্চা ও এসইপি প্রকল্পের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে অবগত হয়।