0 0
0
No products in the cart.

Welcome to Ghashful Online Shopping Store!

নিরাপদ আম চাষে রোল মডেল মোঃ মকবুল হোসেন

Aug 27, 2023 / By System Admin / in Ecommerce

পিকেএসএফ এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল বাস্তবায়নাধীন এসইপি প্রকল্পের মাধ্যমে নওগাঁর নিয়ামতপুর ও সাপাহার উপজেলার অনেক আমচাষী আমচাষ করে স্বাবলম্বী হয়েছেন। ঘাসফুল শুধু কৃষককে আর্থিক সহযোগিতা নয় সরাসরি এ প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে বিষমুক্ত আম উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের আমচাষে উদ্ধুদ্ধ করেছেন। মোঃ মকবুল হোসেন এমনই একজন উদ্যোক্তা। মোঃ মকবুল হোসেন সাপাহার উপজেলার তুলশীপাড়া গ্রামের বাসিন্দা এবং একজন আম বাগানী। আম চাষ করার পাশাপাশি মোঃ মকবুল হোসেন স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত। পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনি এই পেশায় আসে্ন। ২০১৪ সালে খুবই স্বল্প পরিসরে মাত্র ৫ বিঘা জমিতে ফজলি ও আম্রপালির বাগান শুরু করেন। আম চাষে আধুনিক ও নিরাপদ পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে গতানুগতিক পদ্ধতি আম চাষ করতেন। ২০২১ সালে ঘাসফুল সাসটেইনেবল এন্টারপ্রাইজ (এসইপি) প্রকল্পের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন ও ঘাসফুল থেকে ১৫০০০০ টাকা ঋণ গ্রহন করে বাগান ব্যবস্থাপনায় খরচ করেন। সদস্য হিসেবে অন্তর্ভক্ত হওয়ার পর তিনি ঘাসফুল আয়োজিত নিরাপদ পদ্ধতিতে আম উৎপাদন ও বিপনণ এবং বাগান ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহন করেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিরাপদ আম উৎপাদনে কাজে লাগান। ঘাসফুল এসইপি প্রকল্পের পরামর্শে তিনি নিরাপদ আম চাষে বাগানে আমের ব্যাগিং, সেক্স ফেরোমন ফাঁদ, ইয়োলো ও ব্লু ফাঁদের ব্যবহার করেন। পাশাপাশি সাথী ফসল হিসেবে মাসকালাই, সরিষা চাষ করে বাড়তি আয় করেন। এবং বাগানে পরিবেশবান্ধব ঘেরা হিসেবে অরহর বীজ বপণ করেন। উনার এসব কার্যক্রম এলাকায় সাড়া ফেলে এবং অন্যান্য চাষীরা পরিবেশবান্ধব পদ্ধতিতে আম চাষে আগ্রহী হয়। বিভিন্ন সময় স্থানীয় আম চাষীরা উনার নিকট আম চাষ সম্পর্কে পরামর্শ গ্রহন করতে আসে। নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতিতে আম চাষ করায় মোঃ মকবুল হোসেনের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। ঘাসফুল এই প্রকল্পের উপ-প্রকল্প প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে বিষমুক্ত আম উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করছে।