Welcome to Ghashful Online Shopping Store!
Aug 27, 2023 / By System Admin / in Training, Workshop, Seminar, Exchange Visit & Fair
১৯-২৩ জুন, ২০২৩, জেলা প্রশাসন, নওগাঁ ও ঘাসফুল এসইপি প্রকল্পের যৌথ আয়োজনে নওগাঁর নওজোয়ান মাঠে নিরাপদ ও স্বাস্থবান্ধব আম, আমজাত পণ্য, আমের চারা ও আধুনিক কৃষি উপকরণ সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলার লক্ষ্যে ৫ দিন ব্যাপী আম ও আমজাত পণ্যের মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক জনাব খালিদ মেহেদী হাসান, বিপিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাসফুলের উপ—পরিচালক জনাব জয়ন্ত কুমার বসু। সভাপতিত্ব করেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ—পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ।
পল্লী কর্ম—সহায়ক ফাউন্ডেশন ও বিশ্বব্যাংকের অর্থায়ন ও কারিগরি সহায়তায় ঘাসফুল এসইপি প্রকল্পের অধীনে জেলার নিয়ামতপুর ও সাপাহার উপজেলার উপকারভোগী কৃষি উদ্যোক্তাদের ২৫টি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৫টি সহ মোট ৩০টি স্টলে ঠাই পায় অর্ধশতাধিক দেশি ও বিদেশি জাতের আম যেমন; আম্রপালি, ব্যানানা, গৌরমতি, বউ ভোলানো, কাটিমন, বারি—১১, মিয়াজাকি, ব্রুনাই কিং, কিং অব চাকাপাত, ব্লাক স্টোন, তাইওয়ান গ্রীন, কিউজাই, আমেরিকান পালমার সহ বিভিন্ন ধরনের জলবায়ু সহিষ্ণু উচ্চ—ফলনশীল আমের চারা এবং আমজাত পণ্য। মেলায় আগত এক দর্শনার্থী বলেন, মেলায় দেশি—বিদেশী নতুন নতুন জাতের আম দেখছি, আমাদের নওগাঁতে এত প্রকারে আম উৎপাদন হয় এই সম্পর্কে কোন ধরণাই ছিলনা। এসব আমকে ব্রান্ডিং করলে নওগাঁ আম বিশ্ববাজারে পরিচিতি লাভ করবে। ৫ দিন ধরে চলমান মেলায় আনুমানিক লক্ষাধিক দর্শনার্থী পরিদর্শন করে।
Aug 27, 2023 by System Admin