পল্লী কর্ম—সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় ৫ ই জুন ঘাসফুল এসইপি প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল "প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে ও সকলে মিলে করি পণ , বন্ধ হবে প্লাস্টিক দূষণ"। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ দূষণ নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাপাহার উপজেলার গোডাউনপাড়া মোড় হতে র্যালী শুরু হয়ে জিরো পয়েন্টে শেষ হয়। র্যালী শেষে সাপাহার উপজেলার স্যানিটারি ইনস্পেকটর জনাব মোঃ শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ রক্ষায় রাসায়নিক কীটনাশক ও রাসায়নিক সারের ক্ষতিকারক প্রভাব তুলে ধরা হয় এবং জৈব বালাইনাশক ও জৈব সারের গুরুত্ব সম্পর্কে ক্লাবের সদস্য ও স্থানীয় জনগণকে অবগত করা হয়। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রশিদসহ ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় জনসাধারণ ও প্রকল্প কর্মকর্তাবৃন্দ।